| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটি “এক্সিকিউটিভ ওয়ার্কশপ” আগামী ৬ সেপ্টেম্বর


ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটি “এক্সিকিউটিভ ওয়ার্কশপ” আগামী ৬ সেপ্টেম্বর


রহমত নিউজ     02 September, 2025     02:33 PM    


মানসম্পন্ন ইসলামিক স্কুল ও মাদরাসা কিভাবে প্রতিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পরিচালনা করা যায়, সে বিষয়ে দিনব্যাপী একটি বিশেষ “এক্সিকিউটিভ ওয়ার্কশপ” আয়োজন করেছে ইন্টিগ্রেটেড মুসলিম এডুকেশন সোসাইটি। আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ইকনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

জানা যায়, কর্মশালাটি সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণ করবেন, স্কুল ও মাদরাসার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং একাডেমিক কো-অর্ডিনেটররা অংশ নিতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি সেশনে থাকবে বাস্তব উদাহরণ, প্র্যাকটিক্যাল নির্দেশনা ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ।

অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০০ টাকা। যার মধ্যে লাঞ্চ, গাইড বুকলেট এবং সার্টিফিকেট অন্তর্ভুক্ত। ফি বিকাশ বা নগদে পরিশোধ করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে এই নাম্বারগুলোতে: ০১৬১৪-৮৯০৩১৩, ০১৮৫৭-৫২৫৭০৭, ০১৭৯৫-০০৪৪৪৩। এছাড়া অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করা যাবে (https://forms.gle/GT68dc7Z9G4MY9Px9) এই ঠিকানায়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা